Logo
Logo

জাতীয়

পিলখানা হত্যাকাণ্ডে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩

পিলখানা হত্যাকাণ্ডে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি

ছবি : বাংলাদেশের খবর

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন। 

সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটির সদস্য সংখ্যা পাঁচ থেকে সাতজন হতে পারে। তবে কমিটিতে সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা বেশি থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা এ বিষয়ে কমিশন গঠনের দাবি করছে জানালে উপদেষ্টা বলেন, ‘তদন্ত কমিটি আর কমিশনের মধ্যে বেশি একটা ফারাক নেই।’ 

আইন মন্ত্রণালয়ের সাথে বিভ্রান্তির প্রশ্নে তিনি জানান, ‘আইন মন্ত্রণালয়ের সাথে কোনো বিভ্রান্তি নেই। প্রয়োজন হলে আইন উপদেষ্টার সাথে আবারও বসব।’

এমএম/এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর