ইউনূসের সাথে দেখা হবে এরদোগানের, ভাষণ দেবেন আল আজহারে
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:১০
ডি-৮ সম্মেলনে যোগদানের উদ্দেশে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতেই ঢাকা ছাড়ছেন।
সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোগানের সাথে দেখা হবে। আর আগামী ১৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন।
মঙ্গলবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টার আগামী ১৯ ডিসেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এ ছাড়াও সংগঠননের সদস্য রাষ্ট্রগুলোর সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনে আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম আহমেদ আল-তায়েব ড. ইউনূসকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান।
ওএফ