সেনা মোতায়েন
লাশ নিয়ে ঢামেকে তাবলিগের দুই গ্রুপে উত্তেজনা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিতে মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে তিনজন নিহতের ঘটনার জেরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও উত্তেজনা। ঢামেকে আসা হতাহতদের মধ্যে কে কোন পক্ষের তা নির্ধারণ নিয়ে ঢামেকের দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান নেয়।
জুবায়েরপন্থীরা জানান, নিহত ব্যক্তিরা তাদের সাথী ভাই। এর আগে সকাল থেকেই সাদপন্থীরা গ্রুপের দাবি করে মর্গ থেকে লাশ নেয়ার চেষ্টা করে। এ নিয়ে উত্তেজনা চরমে যাওয়ার আগেই র্যাব, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। যদিও জুবায়েরপন্থীদের আসার খবরে সটকে পড়েন সাদপন্থীরা।
টঙ্গীতে সংঘর্ষের ঘটনায় নিহত তিনজনের মধ্যে একজনের নাম বেলাল হোসেন (৫৫)। সাদপন্থীরা দাবি করছেন, তিনি তাদের পক্ষের।
কিন্তু নিহতের ছেলে বলছেন, তার বাবা কোনো পক্ষের ছিলেন না। তিনি মূল ধারার ছিলেন। যদিও মূল ধারা কোনটি তা নিয়ে বলতে রাজি হননি তিনি। জুবায়েরপন্থীরাও নিহত বেলালকে নিজেদের গ্রুপের বলে দাবি করছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, টঙ্গী থেকে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে এখন পর্যন্ত আহত ৪০ জন এসেছেন। এদের মধ্যে বেলাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। একজন জরুরি বিভাগের ওসেকে লাইফ সাপোর্টে আছেন। সংঘর্ষের পর অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।