রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এর আগে, বুধবার বিকেল সোয়া ৪টায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
তিনি বলেন, কড়াইলের বউ বাজারে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও পাঁচ ইউনিটসহ মোট সাত ইউনিট পাঠানো হয়।
এমএম/ওএফ