রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি ফিরবে না : পররাষ্ট্র উপদেষ্টা
বাসস
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১২
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসবে না জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) ব্যাংককে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়ামপোংসার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন। একই রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
থাই পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মিয়ানমার সংক্রান্ত অনানুষ্ঠানিক পরামর্শ সভার সাইডলাইনে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে মিলিত হন। পরামর্শ সভায় বাংলাদেশ, চীন, ভারত, লাও পিডিআর, মিয়ানমার ও থাইল্যান্ডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যোগ দেন।
উপদেষ্টা মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বিস্তৃত রোডম্যাপের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গাদের জন্য পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়া রাখাইন রাজ্যে শান্তি পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পর রাখাইন রাজ্যে আসিয়ান সদস্য দেশগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারে। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য তাদের কর্মসংস্থান ও জীবিকা সহায়তা প্রদানে অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে তালিকাভুক্ত করারও আহ্বান জানান। আঞ্চলিক নিরাপত্তার ওপর রোহিঙ্গা সংকট ইতোমধ্যেই মারাত্মক প্রভাব ফেলছে এবং বেশি দিন চলতে দিলে এটি আরও প্রকট হবে ।’
থাই পররাষ্ট্রমন্ত্রী অনানুষ্ঠানিক আলোচনায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং গঠনমূলক আলোচনায় সন্তোষ প্রকাশ করেন।
মহাসচিব বুন্নাগ বিজয় দিবস ২০২৪ উপলক্ষে এ মাসে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যাংককে বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান।
তিন দিনের ব্যাংকক সফরে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ পালন উপলক্ষে বাংলাদেশি প্রবাসীদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
তিনি ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শনের মাধ্যমে এই সফরের সূচনা করেন এবং থাইল্যান্ড ও কম্বোডিয়ায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সাথে কনস্যুলার এবং কল্যাণমূলক বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এমআই