উপদেষ্টা আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন, দাফন হবে বুদ্ধিজীবী কবরস্থানে
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৩
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা, সাবেক অ্যাটর্নির জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ. এফ. হাসান আরিফের তৃতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে বেলা ১১টা ১৬ মিনিটে হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া শুক্রবার বাদ এশা রাজধানীর ধানমন্ডি সাত নম্বর বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে হৃদরোগে আক্রান্ত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা হাসান আরিফ।
জেইউ/এমজে