Logo
Logo

ভিডিও

হাসিনার কোনো চিহ্ন এই দেশে থাকতে পারবে না : সারজিস

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ২১:০৬


খুনি হাসিনার কোনো চিহ্ন এই দেশে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্টে’ বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ তৈরি করতে গিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের হয় দালাল বানিয়েছিলেন, নয়তো দাস বানিয়েছিলেন। এখন সময় ওই প্রতিষ্ঠানগুলোতে স্বাধীনভাবে চর্চা করার সুযোগ তৈরি করা। বাংলাদেশ সেনাবাহিনী সে সাহসিকতা দেখিয়েছে, আগামীর বাংলাদেশে প্রতিটি প্রতিষ্ঠানকে সেই সাহসিকতা দেখাতে হবে।’

দেশ গড়তে সবাইকে আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘সবাই নিজ নিজ জায়গা থেকে দেশ গঠনে কাজ করতে হবে। তাহলেই যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ গড়া সম্ভব। যেই স্লোগানগুলোকে বুকে ধারণ করে আমরা আন্দোলন এগিয়ে নিয়েছিলাম, সেই প্রেরণায় নতুন বাংলাদেশ গড়ব আমরা।’

এনআর/ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর