Logo
Logo

জাতীয়

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ২২:১০

নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পুলিশ খালি ডিস্টার্ব করে’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, হাতে হাতকড়া পরিহিত একজন ব্যক্তি পুলিশের পোশাক পরা একজন নারীর দিকে বারবার তাকাচ্ছেন। এ সময় পাশেই থাকা পুলিশের পোশাক পরা একজন পুরুষ তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি একটি বাস্তব ঘটনা।

ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামীর হাসি দেওয়ার এই ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় বরং, এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভি’র ‘মাশরাফি জুনিয়র’ ধারাবাহিক নাটকের শুটিংয়ের সময় ধারণকৃত একটি অভিনীত ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘Asif Adnan Bro’ নামের একটি ফেসবুক পেজে গত ০৮ নভেম্বর ‘এ একটা কাজ হলো’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।

ভিডিওটির সাথে যুক্ত ‘বিমান বন্দর থেকে গ্রেফতার সিঙ্গেল লীগের সভাপতি আসিফ আদনান’ লেখা থেকে প্রতীয়মান হয়, এটি মজার ছলে তৈরি একটি ভিডিও।

এছাড়া, উক্ত ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবির সঙ্গে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা ব্যক্তির চেহারার মিল পাওয়া যায়।

পরবর্তীতে, আসিফ আদনানের ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ ডিসেম্বর ‘একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি ভাইরাল’ শীর্ষক ক্যাপশনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিতের জন্য রিউমর স্ক্যানারের পক্ষ থেকে ভিডিওতে আসামির ভূমিকায় থাকা আসিফ আদনানের সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান, তিনি দীপ্ত টিভির ডিজিটাল ডিপার্টমেন্টে কর্মরত এবং পাশাপাশি কনটেন্ট তৈরি করেন। নাটকের শুটিংয়ের ফাঁকে মজার ছলে নিজের জন্য এই ভিডিওটি তৈরি করেছিলেন।

এছাড়া আসিফ আদনানের ফেসবুক পেজে গত ২০ ডিসেম্বর প্রকাশিত একটি পোস্টেও একই তথ্য নিশ্চিত করা হয়।

সুতরাং, নারী পুলিশের দিকে তাকিয়ে আসামীর হাসি দেওয়ার একটি স্ক্রিপ্টেড ভিডিও বাস্তব ঘটনার দাবিতে ফেসবুকে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর