Logo
Logo

জাতীয়

৩০০ মিলিয়ন ডলার পাচার

হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৬

হাসিনা-জয়ের বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক

ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগে শিগগিরই অনুসন্ধানে নামেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, একটি দেশের গোয়েন্দা সংস্থা সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘুষ এবং দুর্নীতির অভিযোগে প্রাথমিক তদন্ত করে। তদন্তে  জয়ের গুরুতর আর্থিক কেলেঙ্কারির বিষয়টি উন্মোচিত হয়।

গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি ওয়েবসাইটে গত ১৭ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে হাসিনা পরিবারের ৫০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের কথা বলা হয়। সেখানে তার পুত্র জয়ের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

এর আগে, বিভিন্ন প্রকল্পে শেখ হাসিনা ও রেহানা পরিবারের বিরুদ্ধে ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করেছিল দুদক।

কমিশনের পক্ষ থেকে ওই টিমকেই হাসিনা-জয়ের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে।

এমএজেইউ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর