Logo
Logo

জাতীয়

সাদপন্থীদের মুখপাত্র নূর ৩ দিনের রিমান্ডে

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১৪:৫৩

সাদপন্থীদের মুখপাত্র নূর ৩ দিনের রিমান্ডে

টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুয়াজ বিন নূরকে আদালতে হাজির করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়।

নূর ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থীদের মুখপাত্র হিসেবে পরিচিত এবং জুবায়েরপন্থীদের করা হত্যা মামলার ৫ নম্বর আসামি। গত শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর