অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. সরওয়ার আলমকে রাষ্ট্রপতির নতুন প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় তাকে আগামী দুই বছরের জন্য চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা-৪৯ অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এই নিয়োগ পেয়েছেন।
যোগদানের তারিখ থেকে সারওয়ার আলমের চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ডিআর/এমবি