Logo
Logo

জাতীয়

রাত পোহালেই বড়দিন : নিরাপত্তা জোরদার, গুজবরোধে বিশেষ সতর্কতা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ২২:০৫

রাত পোহালেই বড়দিন : নিরাপত্তা জোরদার, গুজবরোধে বিশেষ সতর্কতা

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ রাত পোহালেই শুরু। এ উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গির্জাগুলোর প্রবেশ মুখে বসানো হয়েছে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও সিসি ক্যামেরা। 

এছাড়াও গির্জার আশপাশে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। ভার্চুয়াল যেকোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য ছড়ানোর অপচেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, বিশেষ নিরাপত্তায় থাকবে ঢাকা ও বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ গির্জাগুলোতে। একইসঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোও বাড়তি নজরদারি করবে। বড়দিনকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর এসব উদ্যোগ নিয়েছে। 

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বড়দিনকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তবুও দিনটি নির্বিঘ্নে উদযাপনে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশৃঙ্খলা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সব ইউনিটকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে নজরদারি করতে থাকছে সাইবার মনিটরিং টিম। 

এদিকে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, বড়দিনকে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএমপি। গির্জায় স্থায়ীভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে পুলিশি টহল। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হচ্ছে চেক পোস্ট। নগরীর প্রতিটি গির্জায় সাদা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া এই উৎসবকে ঘিরে সোয়াট, বোম্ব ডিসপোজাল টিমসহ স্পেশালাইজড ইউনিটগুলো দায়িত্ব পালন করবে। পাশাপাশি মাঠ পর্যায়ে সেনাবাহিনীও মোতায়েন থাকবে। 

ইতোমধ্যে বড়দিনে রাজধানীতে পটকা ফোটানো, ফানুস ওড়ানো ও আতশবাজির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি। সংস্থাটি মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বড়দিনের অনুষ্ঠান ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো। 

এছাড়া মঙ্গলবার সকালে রাজধানীর রমনার কাকরাইলে অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল চার্চে বড়দিন উপলক্ষে নিরাপত্তা মহড়ার আয়োজন করেছে ডিএমপি। সেখানে পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) সিটিটিসি প্রধান মো. মাসুদ করিম। 

তিনি বলেন, বড়দিন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দিনটি উপলক্ষে নিরাপত্তা ঝুঁকি আছে— এখনো পর্যন্ত এমন কোনো তথ্য নেই। আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। প্রতিবারের ন্যায় এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। এছাড়া দিনটিকে ঘিরে সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।

র্যা ব জানিয়েছে, দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। র্যা ব ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ গির্জা, উপাসনালয় ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করছে। যেকোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় র্যা ব স্পেশাল ফোর্সের কমান্ডো টিমকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। 

ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যা ব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখছে। যারা সাইবার জগতে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করবে, তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। র্যা ব সদর দপ্তরের কন্ট্রোল রুমের (কন্ট্রোল রুমের হটলাইন নম্বর ০১৭৭৭৭২০০২৯) মাধ্যমে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও সমন্বয় করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে বলেন, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো তথ্য নেই। নিরাপত্তা নিয়েও শঙ্কা নেই। তবু যেকোনো রকমের ঝামেলা এড়াতে সতর্কাবস্থানে রয়েছে আইশৃঙ্খলা বাহিনী। 

তিনি বলেন, সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ঊর্ধ্বতনসহ এসব বিষয়ে ইন্টারনাল মিটিং করা হয়েছে। দায়িত্বরত কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবারের মতো এবারও আনন্দঘন পরিবেশেই বড়দিন উদযাপন হবে আশা করছি।

এমএম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর