Logo
Logo

জাতীয়

গভীর রাতে পুড়ছে সচিবালয়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯

গভীর রাতে পুড়ছে সচিবালয়

দেশের সবচেয়ে সুরক্ষিত অন্যতম এলাকা সচিবালয়। রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের সাত নম্বর ভবনে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগে। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ ১৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। 

বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় একজন ফায়ার ফাইটার ট্রাকচাপায় গুরুতর আহত হন। একটি ট্রাক ওই ফায়ার ফাইটারকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, সচিবালয়ের সাত নম্বর ভবনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিস রয়েছে। এগুলো হলো- পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭নং ভবনে আগুন লাগার খবর আসে। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের একমাত্র ইউনিট রাত ১টা ৫৪ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে।

তিনি আরও বলেন, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, আগুন লাগার ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তবে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর