সচিবালয়ে আগুন
ঠেলাঠেলি করে ঢুকছেন কর্মরতরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭
ছবি : বাংলাদেশের খবর
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান গেটগুলো বন্ধ থাকায় ৫ নং গেট দিয়ে ঠেলাঠেলি করে ভেতরে ঢুকছেন কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ভেতরে প্রবেশ করতে শুরু করেন তারা।
এদিন সকাল থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে কারণে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা গেটগুলোর সামনে ভিড় জমান। পরে সকাল ৯টা ১০ মিনিটের দিকে ৫ নং গেট দিয়ে ভেতরে ঢুকতে শুরু করেন তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, ‘আগুনের কারণে অন্য গেটগুলো গেট বন্ধ। তাই ৫নং গেট দিয়ে সবাই ভেতরে ঢুকছে।এই গেটটি ছোট হওয়ায় লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করে আমাদের ভেতরে ঢুকতে হচ্ছে।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘যে ভবনে ভবনে আগুন লেগেছে সেই ভবনে আমার অফিস। ভেতরের কী পরিস্থিতি না ঢুকলে বলতে পারব না। কাজ করার পরিবেশ আছে নাকি, সেটা দেখতে হবে।’
এর আগে, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সবশেষ, দীর্ঘ ৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।
এদিকে, আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসকর্মীর মৃত্যু হয়েছে। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। এছাড়া আগুন নেভানোর সময় আরেক ফায়ারকর্মী পা কেটে আঘাতপ্রাপ্ত হন।
এনকেবি/এটিআর