শনিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে সপ্তাহের মাঝামাঝি রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। রংপুর বিভাগের দু-এক জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
শনিবার (২৮ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮, ২৯ ও ৩০ তারিখ আকাশসহ আবহাওয়া শুষ্ক এবং দেশের ভিন্ন ভিন্ন স্থানে হালকা বা মাঝারি আকারে কুয়াশা থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা ২৮ ও ২৯ তারিখে বৃদ্ধি বা অপরিবর্তিত হলেও ৩০ তারিখে কমতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ তারিখ সকাল ৯টা থেকে সারাদেশে আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কুয়াশা ও তাপমাত্রা বিষয়ে জানানো হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এতে আরও জানানো হয়, এদিন ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় (০৬-১২) কি. মি.। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩%।
২৯ তারিখ কেমন থাকবে
২৯ ডিসেম্বর, রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৩০ তারিখ কেমন থাকবে
এইদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে।।
জেএন/এমএইচএস