Logo
Logo

জাতীয়

সব রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক থাকুক, হঠকারিতা চাই না : মাহফুজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৭

সব রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক থাকুক, হঠকারিতা চাই না : মাহফুজ

সব রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক থাকুক, হঠকারিতা চান না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকায় ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোয় কর্মরত কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র নীতি বিষয়ে এক অনুষ্ঠানের পর তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশ কেন্দ্রিক কোনো দলের স্বার্থে নয়। সরকার বদল হলেও যেন পররাষ্ট্র নীতিতে জাতীয় স্বার্থ অক্ষুন্ন থাকে, সে বিষয়ে কথা হয়েছে।’

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের অখণ্ডতা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা দরকার। গত সরকারের পররাষ্ট্র নীতি নতজানু ছিল।’ 

মাহফুজ বলেন, ‘সরকার বদলালে যাতে পররাষ্ট্রনীতি বদলাতে না হয়, সে বিষয়টি সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে পররাষ্ট্র নীতির বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া দরকার।’

এই উপদেষ্টা বলেন, ‘সব রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক থাকুক, কোনো হঠকারিতা চাই না। বর্তমান সরকারও হঠকারি কোনো কিছু করে থাকলে তা সংশোধন করা হবে।’

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর