মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদমর্যাদার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত অফিস আদেশ প্রকাশ করা হয়েছে। গত ৯ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হকের সই করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মুশফিকুল ফজল আনসারীকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে বাংলাদেশ দূতাবাস মেক্সিকো সিটেতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারিকে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত হিসেবে পদায়নের লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মুশফিকুল ফজল আনসারী। জাস্টনিউজবিডির প্রধান বার্তা সম্পাদক ছিলেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে চলে যান। তিনি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন সময় প্রশ্ন করে আলোচনায় ছিলেন। গণঅভ্যুত্থানেরর মুখে শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গত সেপ্টেম্বর মাসে দেশে ফিরে আসেন মুশফিকুল ফজল আনসারী।
ডিআর/এমবি