Logo
Logo

জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড

প্রতিবেদন জমায় একদিন বাড়তি সময় চায় কমিটি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭

প্রতিবেদন জমায় একদিন বাড়তি সময় চায় কমিটি

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রাথমিক প্রতিবেদন দিতে আরও একদিন সময় চেয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন বলে জানা গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল মণি এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তিনি আরও বলেন, ওই ঘটনা তদন্তে পুলিশের লোকেরা কাজ করছে, আইসিটির লোকেরা কাজ করছে, মোট পাঁচটা টিমের সদস্যরা আলামত সংগ্রহ করেছে। এগুলা আমরা আলোচনা করে একটা জায়গায় আসার চেষ্টা করছি।

তিনি বলেন, আমাদের তিন দিন সময় দেওয়া হয়েছিল, যা আজ শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে কাজ হচ্ছে না বলে আমরা আরেকটু সময় চেয়েছি। আমরা কেবিনেটের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছি। অনেক কিছু টেস্ট করতে হচ্ছে। সে পরীক্ষার রেজাল্ট রাতে পাব। এগুলো নিয়ে মঙ্গলবার আমরা বসব। এগুলো এলে আমরা প্রাথমিক ধারণা পাব আশা করছি। এটা হবে প্রাথমিক প্রতিবেদন। যা আগামীকাল মঙ্গলবার বিকাল ৫টা বা তার আগেই জমা দিতে পারব।

জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, আমাদের তো অনেকগুলো টিম কাজ করছে। প্রাথমিক তদন্তে কী পাওয়া গেছে তা এখনই বলা যাবে না।

পূর্ণাঙ্গ প্রতিবেদন কবে দেয়া যাবে সে প্রসঙ্গে তিনি বলেন, কিছু জিনিস আছে যেগুলোর ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নেই। যে বিষয়গুলোর পরীক্ষার সুযোগ দেশে নেই তা বিদেশে পাঠানো হবে। যে দেশে সুবিধা আছে সেসব দেশে পাঠানো হবে। তবে চূড়ান্ত প্রতিবেদন কবে দেয়া যাবে তা এখনই বলা যাবে না।

এর আগে গত বুধবার দিবাগত রাতে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভবনটির চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, সড়ক ও যোগাযোগ, ডাক ও টেলিযোগাযোগ ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের বেশ কয়েকটি বিভাগ দাপ্তরিক কাজ করতো।

এমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর