Logo

জাতীয়

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি, ২ জনের বদলি বাতিল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:২৯

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি, ২ জনের বদলি বাতিল

একজন অতিরিক্ত আইজিপি ও পাঁচজন পুলিশ সুপারকে (এসপি) বদলি আর দুজন পুলিশ সুপারের বদলির আদেশ বাতিল করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশে সোমবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। 

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি আবু হাসান মুহম্মদ তারিককে বদলি করা হয়েছে পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে। বাকিদের মধ্যে নাটোরের এসপি মারুফাত হুসাইনকে দিনাজপুরের এসপি হিসেবে, পুলিশ সদরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোরে, টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে, সিআইডির এসপি মিজানুর রহমানকে টাঙ্গাইলের এসপি হিসেবে এবং ডিএমপির ডিসি মাহবুব হাসানকে সিআইডিতে বদলি করা হয়েছে। 


পুলিশের বিশেষ শাখার (এসবি) এসপি জাকির হোসেনকে দিনাজপুরের এসপি হিসেবে বদলির যে আদেশ দেয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। একইভাবে বাতিল হয়েছে গাইবান্ধার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ড আবু সায়েম প্রধানকে চট্টগ্রামে এসপি হিসেবে বদলি করার আদেশ।

এমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর