Logo
Logo

জাতীয়

তদন্ত প্রতিবেদন

কোনো নথি পোড়েনি, বৈদ্যুতিক লুজ কানেকশনে সচিবালয়ে আগুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪

কোনো নথি পোড়েনি, বৈদ্যুতিক লুজ কানেকশনে সচিবালয়ে আগুন

ছবি : সংগৃহীত

সচিবালয়ে চলতি মাসে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে পাঁচটি মন্ত্রণালয়ের কোনো নথি পুড়ে যায়নি বলে জানিয়েছেন এ বিষয়ে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি। তিনি আরও জানান, আগুনে নথিপত্র পুড়ে যাওয়ার সন্দেহ ছিল, তবে বাস্তবে এমন কিছু ঘটেনি। মন্ত্রণালয়গুলোর নথিপত্র যেখানে সংরক্ষণ করা হয়, আগুন সে জায়গায় পৌঁছায়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান এসব তথ্য জানান।  

নাসিমুল গণি বলেন, ‘‘তদন্ত কমিটির সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন এবং নিশ্চিত হয়েছেন যে, কোনো নথি পুড়ে যায়নি। তবে মন্ত্রণালয়গুলো নিজস্বভাবে খতিয়ে দেখছে, কোথাও কোনো গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।’’ তিনি জানান, বর্তমানে মন্ত্রণালয়গুলো পৃথকভাবে তাদের দপ্তরের ক্ষয়ক্ষতির হিসাব নিচ্ছে। 

সচিবালয়ের অগ্নিকাণ্ডে মোট কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

নাসিমুল গণি আরও জানান, সরকার যে তদন্ত কমিটি গঠন করেছিল, সেখানে বুয়েট, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর বোমা ও ডগ স্কোয়াড এবং সিআইডি সদস্যরা কাজ করেছেন। প্রাথমিক তদন্তে সবাই একমত হয়েছেন যে, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া, নাশকতা কিংবা অন্য কোনো অসাধু কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির সদস্য বুয়েটের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মাকসুদ হেলালী, সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব রাসেল, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও উপপ্রেস সচিব ফয়েজ আহমদ উপস্থিত ছিলেন। 

এ ঘটনায় তদন্ত চলমান থাকলেও, কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, অগ্নিকাণ্ডের কারণে সরকারের গুরুত্বপূর্ণ নথি বা তথ্যের কোনো ক্ষতি হয়নি।

ডিআর/এমজে/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর