Logo
Logo

জাতীয়

ঐক্য প্রতিষ্ঠায় বিপ্লবের স্বীকৃতি জরুরি : সাধারণ আলেম সমাজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:১৩

ঐক্য প্রতিষ্ঠায় বিপ্লবের স্বীকৃতি জরুরি : সাধারণ আলেম সমাজ

জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিপ্লবের স্বীকৃতি জরুরি বলে জানিয়েছে জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সাধারণ আলেম সমাজ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সংগঠনের আহ্বায়ক রিদওয়ান হাসান স্বাক্ষরিত একটি বার্তায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়, ‘জুলাই বিপ্লবকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই স্বীকৃতি জাতীয় ঐক্যের বড় পদক্ষেপ হবে। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

আলেম সমাজ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেছে, ১৫ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। তারা বলেছেন, যদি প্রোক্লেমেশনটি সাংবিধানিক ঘোষণার অন্তর্ভুক্ত হয়, তবে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের আইনানুগ প্রক্রিয়া শুরু হবে। অন্যথায় সংবিধানের ৯৩ নং অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারি করে বিপ্লবকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা।

আলেম সমাজ আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন, এ বিষয়ে উচ্চ আদালতে রিট আবেদন করার জন্য। তারা মনে করেন, আদালতের মাধ্যমে বিপ্লবকে স্বীকৃতি দিয়ে বিচারব্যবস্থার সংস্কার করা সম্ভব।

সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে তারা বলেন, ‘জাতির স্বার্থে পারস্পরিক বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। অতীতে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনই এবারও জাতির উন্নয়নে একত্রিত হওয়া প্রয়োজন।’

গণমাধ্যমকে জনমত তৈরির একটি শক্তিশালী মাধ্যম উল্লেখ করে আলেম সমাজ সত্য ও ন্যায়ের পক্ষে কণ্ঠস্বর আরও জোরালো করার আহ্বান জানিয়েছে।

সেমিনার, আলোচনা সভা ও গণস্বাক্ষরের মাধ্যমে এই বিপ্লবের বিষয়ে জনমনে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তারা।

বার্তায় আরও বলা হয়, ‘এই বিপ্লবের স্বীকৃতি কোনো বিশেষ দলের স্বার্থে নয়; এটি জাতির স্বার্থে। তাই সব শ্রেণি-পেশার নাগরিকদের এই দাবিকে সমর্থন করতে হবে।’

সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে জানানো হয়, এই স্বীকৃতি শুধু একটি ঘোষণাই নয়, এটি জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর