বর্ষবরণের আগে ৯৯৯ নম্বরে শব্দদূষণ নিয়ে ১,১৮৫টি কল
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৫:১৩
নববর্ষ উদযাপনের আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ৯৯৯ নম্বরে শব্দদূষণ সংক্রান্ত ১,১৮৫টি কল গৃহীত হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরী থেকে ৩৮৭টি এবং দেশের অন্যান্য স্থান থেকে করা হয়েছে ৭৯৮টি কল।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শব্দদূষণের বিরুদ্ধে প্রতিকারের জন্য প্রতিটি কলের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানা-পুলিশকে অবহিত করা হয়েছে এবং যথাসম্ভব ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ধানমন্ডিতে ল্যাব এইড হাসপাতালের পাশে স্বপ্ন শপিং মলের সামনে একটি ফানুস থেকে আগুন ধরে যায়। ৯৯৯ সেবা থেকে খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে একটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পাঠানো হয়। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে আনোয়ার সাত্তার বলেন, ‘৯৯৯ সেবার মাধ্যমে জনগণের সাড়া ও সহযোগিতার মাধ্যমে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পেরেছি। আমরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করছি।’
এইচকে/এমএইচএস