Logo
Logo

জাতীয়

বিমানের টিকিট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন

Icon

বাসস

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬

বিমানের টিকিট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন

ছবি : সংগৃহীত

বিমান টিকিট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘দ্য এক্সাইসেজ অ্যান্ড সল্ট অ্যাক্ট ১৯৪৪’ সংশোধন করে ‘দ্য এক্সাইসেজ অ্যান্ড সল্ট (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২৫’-এর খসড়া প্রস্তুত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর উদ্দেশ্য হলো- কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনসহ কর-জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে বিমান টিকেটের আবগারি শুল্ক যৌক্তিকীকরণ করা। 

এছাড়া অব্যাহতির সংস্কৃতি পরিহার করে ভ্যাটের আওতা বাড়ানো, হ্রাসকৃত হার ক্রমান্বয়ে সংকোচন করে আদর্শ হারে উন্নীতকরণ, কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনসহ কর-জিডিপির অনুপাত বৃদ্ধির লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর কতিপয় সংশোধনী এনে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও উপদেষ্টা পরিষদ-বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। 

এছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের আলোকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে সরকার। 

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে সরকারি কর্মসম্পাদনে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতকল্পে বিদ্যমান ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’ কাঠামো পুনর্গঠনের উদ্দেশে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিস্তারিত পর্যালোচনা করে মতামতসহ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে। 

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটির দাখিল করা প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ‘সরকার সন্তুষ্ট’ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপরও এটি যে দুর্ঘটনা সে বিষয়ে শতভাগ নিশ্চিত হতে কিছু নমুনা বিদেশে নিয়ে পরীক্ষা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

ডিআর/এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর