Logo
Logo

জাতীয়

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় সেনাপ্রধান

Icon

বাসস

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ২৩:১৭

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় সেনাপ্রধান

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে তার বাসভবন ‘ফিরোজা’য় যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সেনাপ্রধান সস্ত্রীক গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পৌঁছান।

এ সময় চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর তাদের স্বাগত জানান।

সেনাপ্রধান ফিরোজায় প্রায় ৪০ মিনিট অবস্থান করেন। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর