Logo
Logo

জাতীয়

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:১২

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই প্রান্তে আটকে পড়েছে শতাধিক যানবাহন। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কাজিরহাট ঘাট ছেড়ে যাওয়া ফেরি শাহ আলী ঘন কুয়াশায় কারণে মাঝ নদীতে আটকা পড়ে। পরে ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর আরিচা ঘাটে পৌঁছায়। 

বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মাঝ নদীতে আটকা পড়া ফেরি শাহ আলী ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের আরিচা ঘাটে পৌঁছায়। এরপর থেকেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। 

তিনি আরও জানান, সন্ধ্যা থেকেই কুয়াশার তীব্রতা ব্যাপকভাবে বাড়তে থাকে। এর মধ্যেও গতি কমিয়ে অত্যন্ত সাবধানতার সঙ্গে ফেরি চালানো হচ্ছিল। কিন্তু সাড়ে ৯টার দিকে ছেড়ে যাওয়া শাহ আলী ফেরিটি মাঝ নদীতে আটকে পড়লে কোনো পাশ থেকেই আর ফেরি ছাড়া হয়নি।

ডিআর/এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর