রাজধানীতে সূর্যের দেখা, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১০:২৫
![রাজধানীতে সূর্যের দেখা, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/04/Bangladesher-Khabor-Shoyeb--(16)-6778bf11b7d27.jpg)
ছবি : বাংলাদেশের খবর
তীব্র শীতে কাঁপছে পুরো দেশ। উত্তরের জনপদের ৫ জেলা এবং এক বিভাগে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। তবে শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর আকাশে সূর্যের দেখা মেলেছে।
এর আগে এক পূর্ভাবাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘শনিবার ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে’।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ‘গত কয়েক দিনের তুলনায় শনিবার ঢাকায় কুয়াশার ঘনত্ব কিছুটা কমেছে। দুপুর নাগাদ স্বল্প সময়ের জন্য হলেও সূর্যের দেখা পাওয়া যেতে পারে। ফলে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে দিনের শীতের অনুভূতি কিছুটা কমবে।’
ঢাকার আজকের আবহাওয়ার পূর্বাভাস
সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে।
উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত
রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া জেলা এবং রংপুর বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এই এলাকাগুলোর তাপমাত্রা দেশের অন্যান্য অংশের তুলনায় আরও কম। ঘন কুয়াশা এবং তীব্র ঠান্ডার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
পরবর্তী ৩ দিনের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
সতর্কতা
ঘন কুয়াশার কারণে সড়ক, নৌপথ এবং আকাশপথে চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। তাই যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ডিআর/এটিআর