Logo
Logo

জাতীয়

চাঁদাবাজির অভিযোগ

তারেকের মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৪

তারেকের মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর পৃথক দুই থানার চার মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

রোববার (৫ জানুয়ারি) আপিল বিভাগে শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বিচারপতির বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। 

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল করা হয়েছে। 

আবেদনে বলা হয়েছে,  মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় যথাযথ হয়নি।

গত ২৩ অক্টোবর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই চারটি মামলা বাতিল করে রায় ঘোষণা করেন। তারেক রহমানের করা পৃথক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেওয়া হয়েছিলো। 

২০০৭ সালে গুলশান থানায় তিনটি ও ধানমন্ডি থানায় একটি মামলা করা হয়।

জেইউ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর