Logo
Logo

জাতীয়

চাকরি পুনর্বহালের দাবি

সচিবালয়ে অব্যাহতিপ্রাপ্ত এসআইদের অবস্থান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৪১

চাকরি পুনর্বহালের দাবিতে রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে সচিবালয়ের ৪ নম্বর গেটে অবস্থান কর্মসূচি পালন করছেন অব্যাহতিপ্রাপ্ত সাব-ইন্সপেক্টররা (এসআই)। 

এর আগে, মাঠ ও ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার ধাপে ৩২১ জন সাব-ইন্সপেক্টরকে চাকরি থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। কিন্তু তাদের দাবি, চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত ছিল অযৌক্তিক। তুচ্ছ কারণে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ‘অন্যায়ভাবে আমাদের কোনো শোকজ লেটার ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ উঠেছে, তার কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। যারা দায়িত্বে ছিলেন তারা স্বীকার করেছেন যে, সেদিন এমন কিছু ঘটেনি।’ 

তারা আরও বলেন, ‘অনেক দিন বেতন ছাড়া ট্রেনিং করার পর আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হলো। আমরা আমাদের ন্যায্য চাকরি পুনর্বহাল চাই। এই বৈষম্যের সুষ্ঠু বিচার চাই।’

মানববন্ধনে মিনহাজ উদ্দিন বলেন, ‘প্রায় একবছর ট্রেণিং করেছি। ২৩ সালের ৪ নভেম্বর সারদায় প্রশিক্ষণকালে ২৫২জন প্রশিক্ষণার্থীকে নাস্তা না খাওয়ার অভিযোগে অব্যাহিত দেয়া হয়। পরবর্তীতে ৫৮জনকে ক্লাসে অমনোযোগী থাকা ও একে অপরের সাথে কথা বলার কারণে অব্যাহতি দেয়া হয়। তারমধ্যে আমি একজন। ওইদিন আমাদের ক্লাস নেন বাংলাদেশ পুলিশ একাডেমীর সাবেক প্রিন্সিপাল নজিবুর রহমান স্যার।  তিনিও স্বীকার করেছেন, যে তার ক্লাসে কোনোও রকম বিশৃঙ্খলা ঘটেনি।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে মিথ্যা অভিযোগে অব্যহতি দেয়া হয়েছে। সর্বশেষ ৮০২জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৩২১জনকে অব্যহতি দেয়া হয়েছিল। আমরা বৈষম্যর শিকার। আমরা এধরণের কোনোও অপরাধ করিনি। নাস্তা না খাওয়া এবং ক্লাসে অমনোযোগী হওয়ায় অব্যহতির নজির বাংলাদেশ পুলিশের ইতিহাসে নেই। আমাদের চাকরি পুনর্বহাল করা হোক।’ 

ডিআর/এটিআর/ওএফ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর