Logo
Logo

জাতীয়

কমিশনের সুপারিশ পাওয়ার পর সংস্কার শুরু হবে : স্বাস্থ্য উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:৪০

কমিশনের সুপারিশ পাওয়ার পর সংস্কার শুরু হবে : স্বাস্থ্য উপদেষ্টা

ছবি : সংগৃহীত

স্বাস্থ্য খাতে কমিশনের সুপারিশ পাওয়ার পর সংস্কার শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোববার (৫ জানুয়ারি) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশ হাতে পাওয়ার পর সংস্কারের কাজ শুরু হবে। এ জন্য আমাদের কেমন প্রস্তুতি প্রয়োজন সে সম্পর্কে অবহিত হওয়ার জন্য আজকের এই মতবিনিময় সভা।’

মতবিনিময় সভায় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এসব তথ্য জানান, সরকারের অর্থনৈতিক সক্ষমতা ও স্বাস্থ্যের বরাদ্দ বিবেচনা করে সংস্কার প্রস্তাব দেবে কমিশন। একইসঙ্গে সুপারিশগুলো হবে বাস্তবায়ন যোগ্যতা বিবেচনায়। 

সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি সংস্কার প্রস্তাব করবে। এগুলো যাতে গুরুত্ব সহকারে দেখা হয়। এক্ষেত্রে সংস্কার কমিশন সরকারের অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় রাখবে।’ 

মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সভাপতিত্ব করেন। 

সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা, ওষুধ ব্যবস্থাপনা, স্বাস্থ্যখাতে কেনাকাটা এবং পিপিআর, ক্যান্সারের চিকিৎসা, ফরেনসিক মেডিসিন, মাতৃস্বাস্থ্য, স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট অংশীদারদের কারিকুলাম ও ক্যারিয়ার প্লানিং, প্রিভেনটিভ কেয়ার, স্বাস্থ্য সুরক্ষা আইন, হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে জনবল সংকটসহ বিভিন্ন বিষয়ে তিন ঘণ্টার বেশি আলোচনা হয়।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর