Logo
Logo

জাতীয়

দুপুরে ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:২৪

দুপুরে ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন

ছবি : সংগৃহীত

আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন মূল ভবন এবং এজলাস কক্ষ উদ্বোধন করবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের পাবলিক অফিসার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটায় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

এর আগে, গত ৪ ডিসেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম জানিয়েছিলেন, ট্রাইব্যুনাল ভবনটি এখন আন্তর্জাতিক মানে সংস্কৃত হয়েছে এবং উদ্বোধনের পর এখানে ৭১-এর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিচারকার্য চলবে।

১৯০৫ সালে গভর্নর হাউজ হিসেবে যাত্রা শুরু করা পুরোনো হাইকোর্ট ভবনটি পাকিস্তান আমলে ঢাকা হাইকোর্ট হিসেবে ব্যবহৃত হয়। সবশেষ,  ২০১০ সাল থেকে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে ব্যবহৃত হচ্ছিল। তবে, ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বিচারকাজ চলাকালীন তা থেকে সরিয়ে টিনশেড স্থাপনাতে ট্রাইব্যুনালকে স্থানান্তরিত করা হয়।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর