Logo
Logo

জাতীয়

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার পক্ষে আপিল শুনানি শুরু

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৩:৩৬

খালেদা জিয়ার পক্ষে আপিল শুনানি শুরু

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে শুনানি চলছে।  

আপিলের পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা বাদল, মো. রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় উপস্থিত ছিলেন কামরুল ইসলাম সজল ও মাকসুদ উল্লাহ।  

শুনানিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রশ্ন তোলে, জিয়া ট্রাস্টের অর্থ কোথা থেকে এবং কীভাবে এসেছে? এর জবাবে ব্যারিস্টার কায়সার কামাল জানান, কুয়েত সরকার মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এই ফান্ড দিয়েছিল। ওই অর্থ ব্যাংকে জমা রয়েছে এবং তা বগুড়া ও বাগেরহাটে দুটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ব্যবহৃত হচ্ছে।  

এ পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চান, এটি কত সাল থেকে শুরু হয়েছে। জবাবে বলা হয়, ২০০৬ সাল থেকে দুটি প্রতিষ্ঠান নির্মাণের কাজ শুরু হয়। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ সময় উল্লেখ করেন, ব্যাংকে থাকা অর্থের পরিমাণ বেড়েই চলেছে।  

এর আগে, ১১ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালেদা জিয়ার আপিল গ্রহণ করে হাইকোর্টের রায়ের সাজার কার্যকারিতা স্থগিত করেছিলেন।  

প্রসঙ্গত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেন।  

পরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি খালেদা জিয়া আপিল আবেদন করেন। ৩০ অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করে।  

অপরদিকে, একই বছরের ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন।  

এ দুই মামলায় রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছিলেন।  

জেইউ/এমএইচএস  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর