Logo
Logo

জাতীয়

আট জেলায় নতুন ডিসি

Icon

বাংলাদেশের ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১২:২৭

আট জেলায় নতুন ডিসি

দেশের আরও ৮টি জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (৩০অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

জেলাগুলো হলো— রাজশাহী, জয়পুরহাট, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর। এর মধ্যে চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী, পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

এছাড়া অর্থ বিভাগের উপসচিব মো. তৌফিকুর রহমানকে কুষ্টিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলামকে দিনাজপুর, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে শরীয়তপুর এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব আসমা শাহীনকে নাটোরের ডিসি করা হয়েছে।

এর আগে গত ৫ অগাস্ট আ.লীগ সরকারের পতনের পর প্রশাসন ঢেলে সাজাতে আগের সরকারের সময় নিয়োগ পাওয়া ডিসিদের সরানোর দাবি উঠেছিল। এরপর অধিকাংশ জেলায় প্রশাসনে নতুন নেতৃত্ব এনেছে অন্তর্বর্তী সরকার। 

সবশেষ ১০ অক্টোবর ৩৪ জন নতুন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়।

আতারা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর