Logo
Logo

জাতীয়

ছাত্রদের বাধা

বিডিআর মামলার শুনানি স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫৫

বিডিআর মামলার শুনানি স্থগিত

ছবি : সংগৃহীত

ছাত্রদের বাধায় ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালত বসেনি বলে অভিযোগ করেছেন জেলবন্দি বিডিআরের সন্তানরা। অন্যদিকে অস্থায়ী ওই আদালতের এজলাসকক্ষ পুড়ে যাওয়ায় বিচারকাজ পরিচালনা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি (পিপি) আলহাজ্ব মো. বোরহান উদ্দিন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ কথা জানিয়েছেন তিনি।

এদিকে জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে আন্দোলনরত বিডিআর, তাদের সন্তান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শাহবাগে অবস্থান নেন। 

বুধবার (৮ জানুয়ারি) শাহবাগ ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দিলেও সেখান থেকে সরকারকে দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন তারা।

এরআগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে অস্থায়ী আদালতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল। ছাত্রদের বাঁধা আর পুড়ে যাওয়া এজলাসে বিচারকার্য পরিচালনা করতে না পারায় এই মামলার শুনানির পরবর্তী তারিখ আদালত আজ বিকেলে ঘোষণা করবেন বলে জানিয়েছেন পিপি বোরহান উদ্দিন। 

বুধবার (৮ জানুয়ারি) রাতে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে ভাঙচুর চালানো হয় ও আগুন দেয়া হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।

তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপকমিশনার জসীম উদ্দিন বলেন, ‘বুধবার রাত কিংবা বৃহস্পতিবার সকালে আগুন লাগার কোনো তথ্য জানা নেই পুলিশের।’

অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেয়ার দাবিতে বুধবার দিবাগত রাত একটার দিকে সড়ক অবরোধ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। ১০ ঘণ্টা পর বুধবার বেলা ১১টার দিকে তারা সড়ক থেকে সরে যান। তবে তারা এই আদালত সরিয়ে নেয়ার দাবি করছেন।

জেলবন্দি বিডিআর সন্তানদের অভিযোগ, আলিয়া মাদরাসার ভেতরে সেনাসদস্যরা থাকলেও তারা ভেতরেও ঢুকতে পারেননি ছাত্রদের বাঁধায়।  

এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর