Logo
Logo

জাতীয়

জুলাই ঘোষণাপত্র জারি নয়, সবার মতামত নিয়ে হবে : মাহফুজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪

জুলাই ঘোষণাপত্র জারি নয়, সবার মতামত নিয়ে হবে : মাহফুজ

ছবি : সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র জারি নয়, সবার মতামত নিয়ে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।  

মাহফুজ বলেন, ‘ঘোষণাপত্রের প্রস্তাবনা শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে। তবে সরকার নিজে কোনো ঘোষণাপত্র তৈরি করবে না। বরং সবার ঐকমত্যের ভিত্তিতে শিক্ষার্থীদের প্রস্তাবনাটি ঘোষণা করা হবে বা প্রণীত হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্রের বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করা হবে। সরকারের পক্ষ থেকে এ প্রক্রিয়ায় সহায়তা করা হবে এবং সবার বক্তব্য শোনার পর সম্মিলিত সিদ্ধান্তে এগিয়ে যাওয়া হবে। সংবিধান সংস্কার বা সংশ্লিষ্ট কোনো পরিবর্তনের প্রশ্নেও আলোচনা এবং ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

মাহফুজ আলম বলেন, শিক্ষার্থীদের দাবি ছিল ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রণয়ন করা। হয়তো সময়সীমা সামান্য বাড়ানো হতে পারে। তবে খুব বেশি বিলম্ব হবে না। শিক্ষার্থীদের ধৈর্য ও সংযম বজায় রেখে সব পক্ষের সম্মতির ভিত্তিতে এ কাজ সম্পন্ন করার জন্য সরকারের সহযোগিতা থাকবে। এটি দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর