রিওভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : আইইডিসিআর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১০:১৮
ছবি : সংগৃহীত
বাংলাদেশে প্রথমবারের মত পাঁচজনের শরীরে শনাক্ত হয়েছে রিওভাইরাস। ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর) পাঁচজনের শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে। তবে শনাক্তদের কারও শরীরে জটিল উপসর্গ দেখা যায়নি। সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছেন। তাই ভাইরাসটি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, প্রতিবছর অনেকেই খেজুরের কাঁচা রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হন। এরকম লক্ষণ দেখা দেওয়ায় সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনায় নিপা ভাইরাস পাওয়া না গেলেও পাঁচজনের শরীরে রিওভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। আইইডিসিআরের নিয়মিত গবেষণায় এই ভাইরাসটি শনাক্ত করা সম্ভব হয়েছে।
রিওভাইরাস মূলত হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত হলে শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। গুরুতর অবস্থায় নিউমোনিয়া কিংবা মস্তিষ্কের প্রদাহ (এনকেফালাইটিস) হতে পারে। শিশু ও বয়স্করা এ ভাইরাসে বেশি ঝুঁকিতে থাকে।
বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। শীতকালে এই ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পায়।
এসআইবি/এটিআর