পালানো ওসিকে গ্রেপ্তারে সারাদেশে রেড অ্যালার্ট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৫:০৬
রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পলাতক সাবেক ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দপ্তর।
শুক্রবার (১০ জানুয়ারি) যৌথবাহিনীর অভিযান চলাকালেই ওসি শাহ আলমকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বাংলাদেশের খবরকে বলেন, উত্তরা পূর্ব থানা থেকে গ্রেপ্তার ওসি শাহ আলম পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ সদর দপ্তর থেকে রেড অ্যালার্ট জারিসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
পুলিশের উত্তরা বিভাগে উপ কমিশনার রওনক জাহান জানান, পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলাও রুজু করেছে।
এনএমএম/এমবি