পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দের ব্যবহার, এনসিটিবি কার্যালয় ঘেরাও
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১৪:৪৮
ছবি : বাংলাদেশের খবর
পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করাকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি। আদিবাসী শব্দ প্রত্যাহারের দাবিতে এনসিটিবি কার্যালয়ও ঘেরাও করেছেন তারা।
রাজধানীর রোববার (১২ জানুয়ারি) মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ভবনের নিচে অবস্থান ও বিক্ষোভ করছে।
আদিবাসী শব্দ প্রত্যাহারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘আদিবাসী শব্দটি বিতর্কিত। বাঙালিদের একমাত্র আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশে যারা আছে তারা উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। পাহাড়ি অঞ্চলে শিক্ষা কার্যক্রমে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে অর্থ নেয়া বন্ধ করতে হবে।’
এনএমএম/এমআই