দেশে ‘এইচএমপিভি’ ভাইরাসে আক্রান্ত রোগী শঙ্কামুক্ত
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:১৭
ছবি : সংগৃহীত
বাংলাদেশে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত রোগী আপাতত শঙ্কামুক্ত রয়েছেন। সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক (দায়িত্বপ্রাপ্ত) ডা. আরিফুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১৩ জানুয়ারি) তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এইচএমপিভি আক্রান্ত রোগী বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি অনেকটা শঙ্কামুক্ত। রোগীকে সোমবার দুপুর নাগাদ আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হতে পারে।’
শনিবার (১১ জানুয়ারি) দেশে চলতি বছর প্রথম এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে একজনের ভর্তি হওয়ার খবর পাওয়া যায়।ভর্তি হওয়া রোগী একজন নারী।যার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।
এসআইবি/এমআই