Logo

জাতীয়

আলোচনার ডাক পেলেন চাকরিচ্যুত এসআইরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭

আলোচনার ডাক পেলেন চাকরিচ্যুত এসআইরা

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশনে বসা সাব-ইন্সপেক্টরদের (এসআই) সঙ্গে আলোচনায় বসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ের ভেতরে যাওয়ার কথা বলা হয় সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের সাথে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন অবস্থানরত ৪০তম ক্যাডেট এসআইদের সমন্বয়ক মো. আলমগীর।

তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তা এসে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাতে বলেছেন।

অনশনরত চাকরিচ্যুত এসআইদের দাবি, চাকরিতে পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করতে হবে, অথবা সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে চাকরিতে ফেরানোর ঘোষণা দিতে হবে। এছাড়া অন্য কোনো দাবি মানা হবে না।

এর আগে, সোমবার বিকেলে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় অনশনের ডাক দেন চাকরিচ্যুত এসআইরা। তারা ঘোষণা দিয়ে সচিবালয়ের সামনে বসে পড়েন।

কর্মসূচি ঘোষণার পরপরই তারা সচিবালয়ের ১নং গেটের বিপরীতের রাস্তায় বসে পড়েন। এসময় নারী ক্যাডেটদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

কান্নারত নারী ক্যাডেট এসআইরা বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। এটা অজুহাত মাত্র।

তারা আরও বলেন, সরকারের এমন কোনো দপ্তর নেই যেখানে আমরা যাইনি। কেউই আমাদের রেসপন্স করেনি। যে কারণে এই কর্মসূচি ঘোষণা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।

এনএমএম/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর