Logo

জাতীয়

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:০০

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর আটক

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আটক করেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদকের একটি বিশেষ টিম তাকে আটক করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে দুদকের দেওয়া নোটিশের জবাব না দেওয়ায় তাকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

দুদক সূত্রে জানা গেছে, এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে আটক করা হয়েছে।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর