Logo

জাতীয়

মেলেনি আশ্বাস, আমরণ অনশন চলবে এসআইদের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৭:৩২

মেলেনি আশ্বাস, আমরণ অনশন চলবে এসআইদের

ছবি : বাংলাদেশের খবর

পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) প্রশিক্ষণ চলাকালে অব্যাহতিপ্রাপ্তরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সচিবালয়ের ১ নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যান এলাকায় আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন তারা। 

অনশনে থাকা ক্যাডেট সোহাগ বলেন, ‘আমরা গতকাল সোমবার (১৩ জানুয়ারি) থেকে অনশনে আছি। আমাদের যেন দেখার কেউ নেই। বৈষম্যহীন বাংলাদেশে আমরাই সবচেয়ে বড় বৈষম্যের শিকার হলাম।’

তিনি আরও বলেন, ‘কোনো অপরাধ না করলেও আমাদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো। আজ আমাদের সাথে এখন পর্যন্ত প্রশাসনের কেউ যোগাযোগ করেনি।’

এর আগে সোমবার চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এদিন সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের সাথে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে তারা সন্তোষজনক আশ্বাস না পেয়ে আমরণ অনশনের ডাক দেন। 

উল্লেখ্য, পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ের বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত ৩১০ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এসআই/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর