Logo

জাতীয়

‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২১:০৮

‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার

ছবি : সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহফুজ আলম বলেন, ‘আশা করি, বৃহস্পতিবার এই বৈঠকের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই আমরা ঘোষণা করব, কবে ঘোষণাপত্রটি জারি করা হবে। এতে সরকার কীভাবে কার্যকরী ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘গত ১২-১৩ দিন ধরে ছাত্রদের ঘোষণাপত্রের ভিত্তিতে অ্যাডভাইজারি কাউন্সিল একটি খসড়া তৈরি করার চেষ্টা করছে। রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নেওয়ার চেষ্টা করেছি। যদিও সবার সঙ্গে আলোচনা করা হয়নি, তবে বৃহত্তম রাজনৈতিক দল জামায়াত, নারী, শিক্ষক ও ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করেছি। তারা সবাই ঘোষণাপত্রের বিষয়টি সমর্থন করেছেন।’

মাহফুজ আলম বলেন, ‘তবে এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি কবে ঘোষণাপত্রটি দেওয়া হবে এবং এতে কী কী বিষয় থাকবে। তবে বৃহস্পতিবারই ঘোষণাপত্রটি চূড়ান্ত হবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর