ছবি : সংগৃহীত
বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৮টায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মতিউর-কানিজ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত ৬ জানুয়ারি তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে দুদক। এরমধ্যে ঠিক কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য জানাতে পারেননি তালেবুর রহমান।
এমএম/এটিআর