Logo

জাতীয়

গভীর রাতে জলকামানের মুখে ছত্রভঙ্গ আন্দোলনরত এসআইরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৯:৩৪

গভীর রাতে জলকামানের মুখে ছত্রভঙ্গ আন্দোলনরত এসআইরা

ছবি : বাংলাদেশের খবর

হারানো চাকরি ফিরে পেতে সরকারের প্রতিটি দপ্তরে দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হয়ে পালন করেন অবস্থান কর্মসূচি। কিন্তু তাতেও ফল না পাওয়ায় আমরণ অনশনে বসেন প্রশিক্ষণরত অবস্থায় অব্যাহতি পাওয়া পুলিশের ৪০তম ক্যাডেট এসআইয়ের ৩২১ সদস্য। 

দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিন থেকেই আমরণ অনশন করে আসছিলেন তারা। যদিও সরকারের তরফ থেকে মেলেনি কোনো আশ্বাস। তবে কনকনে শীতের গভীর রাতে পুলিশের পক্ষ থেকে মিলেছে জলকামান। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১টায় সচিবালয়ের ১নং গেটের সামনে অনশনে থাকা অবস্থায় পুলিশের একটি ইউনিট তাদের ওপর পানি ঢেলে ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে অব্যাহতি পাওয়া এসআইরা জানান,  ‘শান্তিপূর্ণ অনশন পালনকালে রাত ১১টার দিকে পুলিশ আমাদের অনশনে বাধা সৃষ্টি করে। তারা আমাদের এই স্থান ছেড়ে দিতে বলে।’  

তারা বলছেন, ‘সরকার আমাদের বিষয়টি গুরুত্বই দিচ্ছে না। আমরা আমাদের চাকরি ফিরে চাই।’ 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, সচিবালয়ের নিরাপত্তার স্বার্থেই তাদের সরানো হয়েছে।

এমএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর