Logo

জাতীয়

সংস্কার

৪ কমিশনের প্রস্তাব জমা, ‘ঐতিহাসিক ঘটনা’ বললেন প্রধান উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:১৪

৪ কমিশনের প্রস্তাব জমা, ‘ঐতিহাসিক ঘটনা’ বললেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাব জমা দিয়েছে সংস্কার বিষয়ে গঠিত চারটি কমিশন।

বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশন প্রধানদের নেতৃত্বে এসব প্রতিবেদন জমা দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

প্রতিবেদন জমা দেওয়া কমিশনগুলো হলো- ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশন এবং অধ্যাপক ড. আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন। 

প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা এই ঘটনাকে ঐতিহাসিক বলে অভিহীত করেন। তিনি বলেন, এই রিপোর্টের গুরুত্ব ইন্টেলেকচুয়াল এক্সিলেন্সের জন্য না, আমরা মানুষের মনোভাবকে, মানুষের স্বপ্নকে এরমধ্যে ধারণ করতে পেরেছি কিনা তা দিয়ে বিচার করা হবে। 

সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এর কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম। 

ড. ইউনূস বলেন, এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সবার সঙ্গে আলোচনা করবো। আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছনোর আশাবাদ ব্যস্ত করেন তিনি। 

এর আগে গত ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার কমিশনগুলো গঠনের প্রজ্ঞাপন জারি করেছিল।

এসব কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার। চলতি মাসেই এই সংলাপ শুরু হতে পারেবলে জানা গেছে। 

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর