নির্বাচন হবে, সবকিছু হবে; চার্টার থেকে সরে আসা যাবে না : ইউনূস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২০:১১
ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সংস্কার কমিশনের প্রতিবেদন ‘খুবই গুরুত্বপূর্ণ’। এই প্রতিবেদনের মাধ্যমে যে কাঠামো তৈরি হবে, তা নতুন বাংলাদেশের একটি চার্টার হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই চার্টার গণঅভ্যুত্থানের একটি নির্দেশিকা হবে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে।’
বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে সংস্কার কমিশনের সদস্যরা প্রতিবেদনটি অধ্যাপক ইউনূসের কাছে হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, ‘নির্বাচন হবে, সবকিছু হবে; তবে এই চার্টার থেকে সরে আসা যাবে না।’
তিনি আরও যোগ করেন, ‘এই প্রতিবেদন একটি আনুষ্ঠানিকতা নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এটি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে, কারণ এই কমিশনগুলোর সৃষ্টি ইতিহাসের প্রবাহ থেকেই হয়েছে।’
অধ্যাপক ইউনূস বলেন, ‘এই প্রতিবেদনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গঠনের পরিকল্পনা সবার সামনে তুলে ধরা হয়েছে। আমরা একটি নতুন জাতির স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্নের রূপরেখা আজকের প্রতিবেদনটির মাধ্যমে প্রকাশিত হয়েছে।’
তিনি কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, ‘প্রতিবেদনটি আমাদের দেশের জন্য একটি বড় চর্চা, যা কোনোভাবেই অস্বীকার করা সম্ভব নয়।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘এই চার্টার হবে মতৈক্যের ভিত্তিতে তৈরি। আশা করি, সমস্ত রাজনৈতিক দল এই চার্টারে সাইন করবে। এই চার্টার কোনো দলীয় কমিটমেন্ট নয়, এটি আমাদের জাতীয় কমিটমেন্ট, যা আমাদের ভবিষ্যৎ নির্বাচন ও সরকারের কাঠামো নির্ধারণ করবে।’
তিনি আরও বলেন, ‘প্রতিবেদনটি আমাদের সামনে একটি নতুন পথের সন্ধান দিয়েছে। এর মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে একটি নতুন বাংলাদেশ নির্মাণে অংশ নিতে পারব।’
ডিআর/এমজে