এনসিটিবির সামনে হামলার ঘটনায় ২ জন গ্রেপ্তার : আসিফ নজরুল
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:২৮
ছবি : সারজিস আলমের ফেসবুক পোস্ট থেকে
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল এনসিটিবি ভবনের সামনে মারধর ও আহত একজনের ছবি পোস্ট করে লেখেন, ‘এই ঘটনার অবশ্যই বিচার হবে। দুইজন ইতিমধ্যে গ্রেফতার হয়েছে।’
উপদেষ্টা মাহফুজ আলমও দুজন গ্রেপ্তারের কথা জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ইতোমধ্যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেফতার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর, রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেয়া হবে না।’
এ হামলার বিষয় উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম দুজনের ছবি পোস্ট করে লেখেন, ‘আজকের ন্যাক্কারজনক হামলার ২ কালপ্রিটকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার প্রক্রিয়া চলছে।
যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রশাসনের সর্বোচ্চ তৎপরতা আবশ্যক।’
তাৎক্ষণিকভাবে কোন থানার পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত করা যায়নি।
এর আগে রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১টার দিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আহত হয়েছেন।
ওএফ