ছবি : সংগৃহীত
দেশে প্রথম হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারী সানজিদা আক্তার (৩২) মারা গেছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে তিনি হাসপাতালের আইসিউতে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার খালাতো ভাই পান্না মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সানজিদা এইচএমপিভি ভাইরাস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জানিয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার বলেন, ‘তিনি ক্লেবসিয়েলা নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। এছাড়া তার কিডনি সমস্যা ছিল, সেই সাথে তিনি অনেক মোটা ছিলেন, যে কারণে তাকে ভেন্টিলেটরে ওঠানো যাচ্ছিল না।’
তিনি আরও বলেন, ‘ভাইরাল নিউমোনিয়ার জন্যও সম্ভবত মারা যাননি তিনি। অনেকটা সুস্থও হয়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তী জটিলতার জন্য হয়তো সমস্যা হয়েছে।
ডেথ রিভিউর বিষয় নিয়ে তিনি বলেন, ‘রোগীর স্বজনরা লাশ নিয়ে গেছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর বিস্তারিত জানাবে ‘
এর আগে, গত ১২ জানুয়ারি এই নারীর এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের খবর জানায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট।
উল্লেখ্য, আক্রান্ত রোগীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি তার শ্বশুর বাড়ি নরসিংদীতে দীর্ঘদিন অসুস্থ থাকায় চিকিৎসার জন্য ঢাকায় আসেন। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়। ভাইরাস শনাক্তের পর তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।
এসআইবি/এসবি