Logo

জাতীয়

‘আদিবাসী’ ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:১৬

‘আদিবাসী’  ছাত্রসমাজের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে এগোচ্ছিলেন একদল শিক্ষার্থী। শিক্ষা ভবনের সামনে গিয়ে ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে তাদের ওপর জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন। কিছুক্ষণ পর আবার স্লোগান দিয়ে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের লাঠিচার্জ করে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। 

আন্দোলনকারীরা জানান, বুধবার (১৫ জানুয়ারি) এনসিটিবি ভবনের সামনে ‘আদিবাসী’ ছাত্রসমাজের কর্মসূচিতে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজু ভাস্কর্য থেকে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন। তারা শিক্ষা ভবনের সামনে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করেন। তখন পুলিশ জলকামান ছোঁড়ে। এ ছাড়া টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোঁড়া হয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ সময় পথচারীসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের (আন্দোলনকারী) বলেছি, তোমাদের তিনজনের প্রতিনিধি দল আসো। আমরা আলোচনা করে সমাধান করি। কিন্তু তারা মানতে চায়নি। তারা ব্যারিকেড ভেঙে এগোতে থাকে। পরে তাদেরকে জলকামান দিয়ে ছত্রভঙ্গ করা হয়।’

ডিআর/এমজে/এনজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর