Logo

জাতীয়

জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:০৮

জুলাই অভ্যুত্থানের শহীদদের গেজেট প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৮৩৪ জনের নাম গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এ গেজেট প্রকাশিত হয়।

গেজেটে শহীদদের নাম, বাবার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং মেডিকেল কেইস আইডি অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে শহীদদের মৃত্যুর তারিখ বা ঘটনাস্থলের তথ্য এতে উল্লেখ করা হয়নি।

সরকারের গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল ২১ ডিসেম্বর শহীদ ও আহতদের একটি খসড়া তালিকা প্রকাশ করেছিল। খসড়া তালিকায় শহীদের সংখ্যা ছিল ৮৫৮ জন এবং আহতের সংখ্যা ১১,৫৫১ জন। গেজেট প্রকাশের মাধ্যমে শহীদ পরিবারের সদস্যরা আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেন। যা ভবিষ্যতে তাদের জন্য সরকারি সুবিধা প্রাপ্তিতে সহায়ক হবে।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর